TENSE[ক্রিয়ার কাল ]

ইংরেজি grammar এর দুটো মূল বিষয় হলো -
1.parts of speech 
2.Tense 
এদের মধ্যে আজকে আমরা শিখবো Tense, যাকে বাংলায় বলে ক্রিয়ার কাল |একটি পাকা ঘরের যেমন body যেমন ইট,বালি,সিমেন্ট আর লোহার কলাম হলো খাঁচা যার উপর বাড়িটি দাঁড়িয়ে আছে, তেমনি tense হলো সেই খাঁচা বা গঠন যার উপর English grammar, english sentences গুলো দাঁড়িয়ে আছে |Tense হলো অস্থিমজ্জা |parts ofspeech হলো body parts এর মতন |


যাইহোক tense বা ক্রিয়ার কাল বুঝতেই পারছো যেকোনো কাজের সময় কাল কে নির্দেশ করে, যেকোনো কাজ যা হয় তার তিনরকম সময় কাল হতে পারে, 
একটা কোনো কাজ যেটা হয়ে গেছে -অতীত কাল 
একটা কাজ যেটা বর্তমানে চলছে -বর্তমান কাল 
কোনো কাজ যেটা হয়নি এখনো হওয়ার পরিকল্পনা আছে বা হবে -ভবিষ্যত কাল 

যেমন, আমি  শ্যামসুন্দর পাটনা হাইস্কুল তে পড়তাম  এটা অতীত কাল,

এখন আমি সিদ্ধিনাথ মহাবিদ্যালয় তে পড়ি এটা বর্তমান কাল |

আগামীবছর আমি TATA কোম্পানি তে JOIN করবো এটা ভবিষ্যত কাল |

অতএব 
Tense মুলত তিন প্রকার -
1.Present Tense [বর্তমান কাল ]
2.Past Tense [অতীত কাল ]
3.Future Tense [ভবিষ্যত কাল ]


প্রত্যেকটি tense কে আবার চারটি করে  উপ tense এ ভাগ করা যায় 
1.Simple বা indefinite tense [সাধারণ বা অনির্দিষ্ট কাল ]
2.Continous Tense [ঘটমান কাল ]
3.perfect Tense [পুরাঘটিত কাল ]
4.Perfect -Continous Tense [পুরাঘটিত -ঘটমান কাল ]


সুতরাং  4×3 মোট 12  টি tense হলো নিম্ন রূপ --
🎯🎯Present Tense🎯🎯
1.Present indefinite Tense [সাধারণ বর্তমান কাল 
2.Present Continous Tense [ঘটমান বর্তমান কাল ]
3.Present Perfect Tense [পুরাঘটিত বর্তমান কাল ]
4.Present -Perfect Continous Tense [পুরাঘটিত ঘটমান অতীত কাল ]
🎯🎯Past Tense 🎯🎯
5.Past indefinite Tense 
6.Past Continous Tense 
7.Past Perfect Tense 
8.past perfect continous Tense 
🎯🎯Future Tense 🎯🎯🎯
9.Future indefinite Tense 
10.Future Continous Tense 
11.Future Perfect Tense 
12.Future -Perfect Continous Tense 

          🥢INDEFINITE TENSE🥢
যে সকল Tense বা sentence গুলো সাধারনত আকারে ছোটো হয়, সহজ সরল হয় কোনো ছোটো ছোটো Event বা ঘটনাকে নির্দেশ করে, যে সকল Tense এর গঠন সুত্র খুব সহজ সরল ও ছোটো হয়   গঠনগত কোনো জটিলতা থাকেনা তাদের কে Simple tense বলে |

আবার এই tense গুলি কোনো কাজ বা Action এর সুনির্দিষ্ট সময়কে নির্দেশ না করে সর্বদা অনির্দিষ্ট time কে নির্দেশ করে  তাই এদের কে Indefinite Tense ও বলা হয় |


1.Present Indefinite tense or  simple present tense 
2.Past indefinite tense or Simple past tense 
3.Future Indefinite tense or Simple future Tense 

এই তিনটি  হলো simple Tense।

এবার আমরা জানবো 
 

🎯🎯presenent indefinite tense 🎯🎯
1.কোনো কাজ  যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি 
Ex-I go to school
2.কোনো ঘটনা বা বিবৃতি যেটা চিরকালীন সত্য [Eternal Truth ]
যেমন -The sun rises in the East 
3. বর্তমান কালের কোনো সাধারণ ঘটনাকে বর্ণনা করতে  present indefinite tense হয় |

✍️Affirmative Case -(হাঁ বাচক বাক্যর ক্ষেত্রে )
গঠনসুত্র: subject + verb এর present from + object 
Ex-
আমি স্কুলে যায় -
I go to school
এখানে -I হলো subject,
Go হলো verb,
To prepoition,
School হলো Object.
যাই হোক এই হলো present indefinite tense এর গঠন
যাই হোক  একটা  জিনিস যেটা আরেকটু জানতে হবে সেটা হলো, যখনো subject টা Third person singuler number হবে (He, she, it, কোনো একটি ব্যাক্তি বা বস্তুর নাম ) সেক্ষেত্রে verb এর শেষে s/es যুক্ত হবে |
যেমন - আমি স্কুলে যায় -I go to school 
কিন্তু যখন বলবো, সে স্কুলে যায় তখন হবে -He goes to school.


Person singuler  plural 
1st i go  we go
2nd you go you go
3rd He /she /it /any name 
goes
they go 


কোনো বিবৃতি বা statment  Eternal Truth হলে সেই sentence টির Tense সর্বদা  present indefinite Tense হবে|
যেমন - The sun rises in the east 
The earth moves round the sun etc 

Negative sententence এর ক্ষেত্রে 
🎯গঠন সূত্র - subject +do/does +not +verb +object 
Ex -1.সে স্কুলে যায় না -He does not go to school 
2.আমি ফুটবল খেলি না - I do not play foot bal 

ছকে দেখে নাও do /does কোথায় কোনটা বসবে 

Person singular  plural 
1st i do we do 
2nd you do  you do 
3rd He/she /it /any name
 does
they do


🎯🎯Past indefinite tense 🎯🎯
অতীতের কোনো  সাধারণ কাজ বোঝাতে, সাধারণ ঘটনা বোঝাতে যেখানে বাক্যের গঠন খুব সরল ও ছোটো হয় সেই সকল ক্ষেত্রে verb এর past indefinite Tense হয় |

🧲🧲Affirmative case [হাঁ বাচক বাক্যের ক্ষেত্রে ]

🎯গঠনসূত্র :subject + verb এর past from +object 
যেমন -সে স্কুলে গিয়েছিল.
✍️He went to school.

তারা মাঠে ফুটবল খেলেছিল 
✍️They played football in the Field.

🧲🧲Negative sentence এর ক্ষেত্রে [না বাচক বাক্যের ক্ষেত্রে ]
🎯গঠন সূত্র : subjet +did +not +verb এর present form +Object 
যেমন - সে স্কুলে যায়নি -
✍️He did not go to school 
বুঝতেই পারছো এক্ষেত্রে আর went হলো না did দিয়ে বুঝিযে  দেওয়া হয়েছে এটা past tense তে রয়েছে, তাই এখানে আর নুতন করে verb টিকে Past form তে আনার দরকার নেই.

অনুরূপ ভাবে -  তারা মাঠে খেলা করেনি -
They did not play in the field 

সুতরাং এই ভাবে আমরা Past indefinite tense টিকে জানবো |




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন