Write a paragraph on how chilli chicken is prepared: [কীভাবে চিলি চিকেন তৈরি করা হয় তার ওপর একটি অনুচ্ছেদ লেখাে:]
Flow chart: Wash chicken pieces thoroughly—marinate—make batter—dip marinated chicken pieces in batter—deep fry—dice vegetables and fry in pan—prepare gravy—add fried chicken to gravy and stir well—chilli chicken ready.
Ans:-
PREPARATION OF CHILLI CHICKEN
Chilli chicken is a mouth-watering Chinese dish. The ingredients are boneless chicken pieces, eggs, onions, capsicum, green chillies, ginger, garlic, soya sauce, cornflour, oil, ajinomoto, salt and pepper. At first, the chicken pieces are washed thoroughly and marinated with vinegar, soya sauce and salt. A pinch of cornflour is added to the white of two eggs to make batter. The marinated chicken pieces are dipped in it and deep fried in oil. Next, onions, capsicum, green chillies, ginger and garlic are diced and fried. Then soya sauce, ajinomoto land water are added to them. In this gravy, the fried chicken pieces are added and stirred well. Finally, chilli chicken is ready.
Write a paragraph on how soap is made: [কীভাবে সাবান তৈরি করা হয় তার ওপর একটি অনুচ্ছেদ লেখাে:]
Flow Chart: Coconut oil, caustic soda and waterheated for half an hour common salt added—allowed to cool—left for 12 hours—cut into pieces—ready for use.
Ans:-
THE PROCESS OF SOAP MAKING
Soap is a must for every household. To make a bar of soap, a few steps are followed. The ingredients required to make a SC har are coconut oil, caustic soda, common salt and water. At first, coconut oil and caustic soda are mixed in a big pot with water. Then the mixture is heated for half an hour. While heating, constant stirring is needed. Thereafter, common salt is added to it. Next the solution is left to cool for at least 12 hours. After 12 hours, the solution becomes a large solid bar. Then it is cut into pieces. Finally, the soap is ready for use or sale.
সাবান বানানাের পদ্ধতি
সাবান সব গৃহস্থালীতে অবশ্য প্রয়ােজন। একখণ্ড সাবান বানানাের জন্য কয়েকটি ধাপ অনুসরণ করা হয়। সাবান তৈরি করতে যে উপকরণগুলাে প্রয়ােজন সেগুলাে হল নারকেল তেল, কস্টিক সােডা, সাধারণ লবণ এবং জল। প্রথমে, নারকেল তেল এবং কস্টিক সােডা একটা বড়াে পাত্রে জলের মধ্যে মেশানাে হয়। তারপর এই মিশ্রণটি আধঘণ্টা ধরে গরম করা হয়। গরম করার সময় ক্রমাগত নাড়া প্রয়ােজন। এরপরে এর মধ্যে নুন যােগ করা হয়। তারপর এই মিশ্রণটিকে অন্তত ১২ ঘণ্টার জন্য ঠান্ডা করতে দেওয়া হয়। ১২ ঘণ্টা পর, মিশ্রণটি একটি বড়াে শক্ত বারে পরিণত হয়। এরপর এটিকে টুকরাে টুকরাে করে কাটা হয়। সবশেষে, এটি ব্যবহার বা বিক্রির জন্য তৈরি।
Write a paragraph on how a message is sent from a mobile phone: [কীভাবে মােবাইল ফোন থেকে বার্তা পাঠানাে হয় তার ওপর একটি অনুচ্ছেদ লেখাে:]
Flow chart: ‘Menu’ button pressed-message option selected—’create new message’ option selected mobile no. or name of the recipient inserted—’send’ option used—’message sent displayed—charge deduction informed with a beep sound.
Ans:-
PROCESS OF SENDING A MESSAGE
SMS has now become one of the easiest and quickest modes of communication. To send an SMS, a few steps need to be followed. At first, ‘menu’ button is pressed. Then the message option is selected. Then ‘create new message’ option is chosen. Next, the mobile number of the recipient is inserted if it is not saved in the phone memory. Thereafter, the message is written. Now, ‘send’ option is used. Then ‘message sent’ is displayed on the screen. Deduction of charges for sending the SMS is then informed with a beep sound. Finally, one is sure that the person whom one sent the message has got it.
মােবাইল ফোন (চলভাষ) থেকে বার্তা প্রেরণ
এসএমএস এখন সহজতম ও দ্রুততম যােগাযােগের উপায়। এসএমএস পাঠাতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করা প্রয়ােজন। প্রথমে মেনু (menu) বােতামটি টিপতে হয়। তারপর বার্তা (message) এই বিকল্পটি নির্বাচন করতে হয়। এর পরে নতুন বার্তা তৈরি করুন’ (create new message) বিকল্পটি নির্বাচন করতে হয়। এবার বার্তা প্রাপকের মােবাইল নম্বরটি লিখতে হয় যদি তা ফোনের মেমরিতে মজুত না থাকে। পরবর্তী পর্যায়ে বার্তাটি লেখা হয়। এবার ‘প্রেরণ’ (send) বিকল্পটি ব্যবহার করা হয়। তারপর বার্তা প্রেরিত হল’ (message sent) কথাটি পর্দায় ফুটে ওঠে। একটি বিপ শব্দের সাথে সাথে এসএমএসটি পাঠানাের মূল্য কেটে নেওয়ার তথ্য জানানাে হয়। শেষে একজন নিশ্চিত হয় যে, যে ব্যক্তিকে বার্তা পাঠানাে হয়েছে সেটি সে পেয়েছে।
Write a paragraph on how rain is formed: [বৃষ্টি কীভাবে সৃষ্টি হয় তার ওপর একটি অনুচ্ছেদ লেখাে:]
Flow chart: Water from waterbodies sucked by sun rays—water vapour formed-vapour rises high in the sky-becomes cool-condenses—forms tiny particles of water-floats in the air as clouds large and heavy particles-clouds fall on earth as rain.
Ans:-
FORMATION OF RAIN
Rain brings great joy and relief to all of us. The formatie rain is a natural phenomenon and it follows a cyclic proces At first, water from waterbodies like seas and streams in sucked up by the rays of the sun. Then, water vapour is formed. It slowly rises higher and higher in the sky. Next it gets cooled and condenses into tiny water particles. Now these tiny particles float in the air in the form of clouds Slowly the cloud becomes heavy holding more and more large water particles. Finally, these water particles become too heavy to float anymore and fall on earth as rain.
বৃষ্টির উৎপত্তি
বৃষ্টি আমাদের সবার কাছে মহা আনন্দ ও স্বস্তির বার্তা নিয়ে আসে। বৃষ্টির উৎপত্তি হল একটি প্রাকৃতিক ঘটনা এবং এটি একটি চক্রাকার পদ্ধতি অনুসরণ করে। প্রথমে, সমুদ্র, নদী ইত্যাদির মতাে জলভাগ থেকে জল সূর্যরশ্মি দ্বারা শােষিত হয়। এরপর, জলীয় বাষ্প সৃষ্টি হয়। তা ধীরে ধীরে আকাশে ওপর দিকে উঠতে থাকে। পরে তা ঠান্ডা হয় এবং ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলি মেঘ হয়ে বাতাসে ভেসে বেড়ায়। ধীরে ধীরে আরও বড়াে জলকণা ধরে রাখার ফলে মেঘ ভারী হয়ে ওঠে। শেষপর্যন্ত এই জলকণাগুলি এত ভারী হয়ে পড়ে যে তা আর ভেসে থাকতে পারে না এবং বৃষ্টির আকারে পৃথিবীর বুকে ঝরে পড়ে।
Write a paragraph on how phenyl is prepared: [কীভাবে ফিনাইল তৈরি হয় তার ওপর একটি অনুচ্ছেদ লেখাে:]
Flow chart: Mixing crushed resin with boiled castor oil-cooling-caustic soda solution added and stirred frequently-pouring creosote oil-leaving for ten minutes-adding carbolic acid and potassium permanganate-pouring water-constant stirring kept for 24 hours and poured into bottles.
PHENYL MAKING
Phenyl is a very useful and well-known cleaner. The making of phenyl at home involves the following stages. At first, castor oil is boiled in a big pot and crushed resin is mixed with it. Then it is allowed to cool. Next, caustic soda solution is added to it and the whole solution is stirred frequently. Thereafter, some creosote oil is poured into it and it is left for ten minutes. Then carbolic acid and potassium permanganate are mixed with it. Then water is poured into it. The mixture is constantly stirred in the next stage. Now, it is kept for 24 hours and phenyl is obtained. Finally, it is poured into bottles and labelled.
ফিনাইল প্রস্তুতকরণ
ফিনাইল হল খুবই দরকারী এবং অতিপরিচিত পরিষ্কারক। বাড়িতে ফিনাইল তৈরির জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করা হয়। প্রথমে, একটি বড় পাত্রে রেড়ির তেল ফোটানাের সময় এতে ধুনাে গুঁড়াে করে মেশানাে হয়। এরপর একে ঠান্ডা হতে দেওয়া হয়। পরে কাপড় কাচার সােডার মিশ্রণ এর সঙ্গে মেশানাে হয় এবং ঘন ঘন এই মিশ্রণ নাড়তে হয়। তারপর এতে ক্ৰিয়ােজোট তেল ঢালা হয় এবং দশ মিনিট এইভাবে ফেলে রাখা হয়। এরপর এতে কার্বলিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশানাে হয়। তারপর এতে জল ঢালা হয়। এর পরের ধাপে মিশ্রণটিকে অবিরামভাবে নাড়া হয়। এখন একে ২৪ ঘণ্টা ফেলে রাখা হয়, আর এরপর আমরা ফিনাইল পাই। সবশেষে, বােতলে ভরে একে লেবেলিং করা হয়।
Write a paragraph on how newspapers are published
Flow Chart: Press reporters collect news-press photographers take pictures—news sorted and edited -types set in machines—paper rolls inserted—news printed—folded and cut-newspaper ready for distribution.
Ans:-
PUBLICATION OF NEWSPAPERS
A newspaper is a part and parcel of our everyday life. It is like fresh air and an inspiration to start the day well. The publication of newspapers consists of a few steps. At first, news is collected by the press reporters and related pictures are taken by the press photographers. Then, those news items are sorted and edited by the journalists with proper headings. Next, news types are set in machines. Thereafter, paper rolls are inserted for printing the news. After printing, the newspapers are folded and cut into required sizes. Finally, the newspapers are ready for distribution and delivered to us through the vendors.
সংবাদপত্র ছাপা
খবরের কাগজ হল আমাদের প্রাত্যহিক জীবনের অঙ্গ। ভালাে করে দিন শুরু করার জন্য এটি হল সতেজ হাওয়া ও অনুপ্রেরণা স্বরূপ। খবরের কাগজ প্রকাশিত হওয়ার কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে, প্রেস রিপাের্টার দ্বারা খবর সংগৃহীত হয় এবং সম্পর্কিত ছবি তােলেন প্রেস ফটোগ্রাফার। এরপর, সাংবাদিকরা সেইসব খবর বাছাই ও সম্পাদনা করেন উপযুক্ত শিরােনামের সাথে। তারপর মেশিনে খবরগুলাের টাইপ সেট করা হয়। এরপর, খবর ছাপার জন্য মেশিনে কাগজের রােল ঢােকানাে হয়। ছাপার পর, খবরের কাগজ ভাঁজ করে প্রয়ােজনমতাে আকারে কাটা হয়। সবশেষে, বিতরণ এবং হকারদের মাধ্যমে আমাদের কাছে খবরের কাগজ পৌছানাের জন্য প্রস্তত
Write a paragraph on how a school magazine is published
Flow Chart: Manuscripts are collected from students and teachers-screened with additions, alterations and omissions-manuscripts sent to the press-proof correction-sent for final printing—bound in book form and distributed
Ans:-
THE PUBLICATION OF SCHOOL MAGAZINE
The school magazine is an integral part of every good school. It helps to bring out the creative power of the students. The publication of a school magazine consists of a number of steps. At first manuscripts are collected from students and teachers. Then, these are thoroughly screened with proper additions, alterations and omissions as necessary. After this, they are sent to the press for composing. Next, the proof of the composed matter is checked and corrected. Now, the checked proof matter is sent to the press for the necessary corrections. Then, after correction, it is sent for printing along with a cover design. Finally, the printed matter is bound in book form and made ready for distribution.
বিদ্যালয় পত্রিকা প্রকাশ
বিদ্যালয় পত্রিকা হল যে-কোনাে ভালাে বিদ্যালয়ের অবিচ্ছেদ্য অঙ্গ। ছাত্রছাত্রীদের সৃজনী শক্তির বিকাশে তা সাহায্য করে। বিদ্যালয় পত্রিকা প্রকাশের কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে, ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে পাণ্ডুলিপি সংগ্রহ করা হয়। এর প্রয়ােজনমতাে এগুলিতে উপযুক্ত পরিবর্ধন, পরিবর্তন, এবং বাতিলকরণ ইত্যাদির মাধ্যমে পরীক্ষা করে দেখে নেওয়া হয়। সব লেখাগুলিকে কম্পােজ করার জন্য ছাপাখানায় পাঠানো হয়। এবারে, কম্পােজ করা অংশের প্রুফ দেখা হয় এবং ভুল ঠিক করা হয়। এরপর, দেখা প্রুফগুলাে ছাপাখানায় পাঠানাে হয় ভুলগুলো শুধরে নেওয়ার জন্য। এবারে, ভুল শুধরে নেওয়ার পর তা প্রচ্ছদ ডিজাইন-সহ ছাপতে পাঠানাে হয়। সবশেষে, ছাপানাে জিনিসটা বই আকারে বাঁধাই করে বিতরণের জন্য প্রস্তুত রাখা হয়।
Use the following flow chart to write a paragraph on how to wash clothes at home: [ নীচের ফ্লো-চাটটি ব্যবহার করে কীভাবে বাড়িতে জামাকাপড় কাচা হয় তার ওপর একটি অনুচ্ছেদ লেখাে:]
Flow chart : Take water-add washing powder in water—dip dirty clothes in the mixture—leave for 30 minutes-scrub gently-rinse properly-dry-iron for use.
WASHING CLOTHES AT HOME
A simple procedure needs to be followed to wash dirty clothes at home. At first, required quantity of water is taken in a bucket. Then washing powder is added to the water according to the number of clothes. Next, the washing powder is stirred in the water to make a thick foam. Now, the dirty clothes are dipped in the mixture and left for 30 minutes. Thereafter, the clothes are taken out of the mixture and scrubbed gently. After that, these clothes are rinsed properly in clean water. Then they are dried. Finally, the dry clothes are ironed for use.
বাড়িতে কাপড়জামা কাচা
বাড়িতে নােংরা জামাকাপড় কাচার জন্য একটা সহজ পদ্ধতি। অনুসরণ করতে হয়। প্রথমে, বালতিতে পরিমাণমতাে জল নিতে হয়। তারপর কাপড়জামার পরিমাণ অনুযায়ী গুঁড়াে সাবান জলে দিতে হয়। এবারে, জলে গুঁড়াে সাবান ভালােমতাে নেড়েচেড়ে ঘন ফেনা তৈরি করতে হয়। এখন, ময়লা জামাকাপড়গুলাে এই মিশ্রণে ডুবিয়ে আধঘণ্টা ফেলে রাখতে হয়। তারপর, জামাকাপড়গুলােকে মিশ্রণ থেকে বের করে ধীরে ধীরে ঘষতে হয়। এরপর, সেগুলােকে পরিষ্কার জলে ঘষে ঘষে ভালােভাবে ধুয়ে নিতে হয়। তারপর সেগুলােকে শুকিয়ে নেওয়া হয়। সবশেষে, ব্যবহার করার জন্য শুকনাে জামাকাপড় ইস্ত্রি করে নিতে হয়।
WRITING SKILL | PARAGRAPH/PROCESS WRITING
Use the following flow chart to write a paragraph on how omelete is made: [নীচের ফ্লোচার্টটি ব্যবহার করে কীভাবে অমলেট তৈরি করতে হয় তার ওপর একটি অনুচ্ছেদ লেখাে:]
Flow chart : Cutting onion, chilli and ginger into pieces—breaking an egg in a bowl-mixing onion, ginger and chilli in the egg-adding salt-stirringpouring oil into a frying pan—pouring the mixture and spreading in pan—frying both sides and rolling, serving hot with black pepper.
Ans:
PREPARATION OF OMELETTE
The ingredients needed for an omelette are egg, onion, green chilli, ginger, salt and black pepper. At first, onion, green chilli and ginger are cut into very small pieces. Then an egg is broken in a bowl and mixed with the chopped ingredients. Next, salt is added and the mixture is stirred well with a spoon. After this a frying pan is put on the fire and some oil is poured into it. The mixture is then poured into the heated pan and spread. Thereafter, both sides are fried and rolled. Finally, the omelette is ready to be served with black pepper spread over it.
অমলেট তৈরি
যে উপাদানগুলি অমলেট তৈরিতে দরকার সেগুলি হল ডিম, পেঁয়াজ, কাঁচালঙ্কা, আদা, নুন ও গােলমরিচ। প্রথমে, পেয়াজ, কঁচালঙ্কা ও আদা কুচিকুচি করে কাটা হল। এরপর একটি পাত্রে ডিম ভেঙে এর সঙ্গে কুচিকুচি করে কাটা উপাদানগুলি মেশানাে হল। পরে, এতে নুন দিয়ে ভালাে করে মিশ্রণটিকে একটি চামচ দিয়ে নাড়া হল। এরপর, আগুনে তাওয়া বসিয়ে তাতে কিছুটা তেল দেওয়া হল। তারপর মিশ্রণটিকে গরম তাওয়ায় ঢেলে ছড়িয়ে দেওয়া হল। এরপর, দুপঠ ভালাে করে ভেজে রােল পাকিয়ে নেওয়া হল। শেষপর্যন্ত গােলমরিচ ছড়িয়ে পরিবেশন করার জন্য অমলেট সম্পূর্ণ তৈরি।
Use the following flow chart to write a paragraph (in about 100 words) on the preparation of a mixture useful for rehydration or maintaining balance of water in the body: [নীচের ফ্লো-চার্টটি ব্যবহার করে পুনরুদন বা দেহে জলের মাত্রা বজায় রাখার জন্য উপযােগী দ্রবণের প্রস্তুতিকরণের ওপর একটি অনুচ্ছেদ লেখাে (কমবেশি ১০০ শব্দে):]
Flow chart : Wash hands, pots, spoons, glass-boil one litre water in pot-cool-add six level teaspoons of sugar + half teaspoon of common salt-stir well—ready.
Ans:
PREPARATION OF ORS
Oral Rehydration Solution (ORS) is essential for maintaining the balance of water in one’s body. To prepare this mixture, a few simple steps are to be followed. First, all things to be used for preparing the mixture, namely hands, pots, spoons and glass are to be washed. Then one litre water is boiled in a pot. After that the water is left to cool. Next, six teaspoonful sugar and half teaspoonful common salt are added to the water. Then the mixture is stirred well. Now it is ready for drinking.
ওআরএস তৈরি
মৌখিক পুনরুদন দ্রবণ (ওআরএস) শরীরে জলের মাত্রা ঠিক রাখার জন্য আবশ্যক। এই মিশ্রণটি তৈরি করার জন্য কিছু সহজ ধাপ অনুসরণ করতে হয়। প্রথমে মিশ্রণটি তৈরি করতে যেসব জিনিস ব্যবহার করতে হবে, যেমন হাত, পাত্র, চামচ এবং গ্লাস ধুয়ে নিতে হবে। তারপর একটা পাত্রে এক লিটার জল ফুটিয়ে নিতে হবে। তারপর সেটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এরপরে ছয় চা-চামচ চিনি এবং আধ চা-চামচ নুন জলে মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটি ভালােভাবে নেড়ে নিতে হবে। এবার এটা পান করার জন্য তৈরি।
Use the flow chart and describe the preparation of mustard oil (100 words): : [নীচের ফ্লো -চার্টটি ব্যবহার করো এবং সরষের তেল তৈরির পদ্ধতিটি বর্ণনা করাে। (১00 শব্দে:]
Flow Chart : Seeds collected-dried—crushed in a machine—a little water added-oil extracted—oil cakes separated-oil kept in containers—sealed-ready for use and sale.
Ans:
PREPARATION OF MUSTARD OIL
A Bengali kitchen without a container of mustard oil cannot be thought of. To prepare this edible oil, a few steps are to be followed. First, mustard seeds are collected and left to dry. Then the seeds are crushed in a machine. After that a little water is added to it. Then oil is extracted and oil cakes are separated. Oil thus made is kept in containers. Next, the containers are duly sealed. They are now ready for sale and use as well.
সরষের তেল তৈরি
সরষের তেলর পাত্ৰ ছাড়া বাঙালি রান্নাঘরের কথা ভাবা যায় না। এই ভােজ্য তেল তৈরি করতে কয়েকটা ধাপ অনুসরণ করতে হয়। প্রথমে সরষে বীজ সংগ্রহ করে সেগুলাে শুকোতে দেওয়া হয়। তারপর বীজগুলাে একটা যন্ত্রে ঘেঁতাে করা হয়। তারপর এতে একটু জল মেশানাে হয়। তারপর তেল বের করা হয় আর খােলগুলাে আলাদা করা হয়। এভাবে তৈরি তেল পাত্রে রাখা হয়। তারপর পাত্রগুলাে ঠিকমতাে বন্ধ করা হয়। এগুলাে এখন বিক্রি এবং রান্না করার জন্য তৈরি।
Mango pickle
For peparation of mango-pickle green mangoes are required. They are bought from market and sorted to remove the rotten ones. They are then cleansed. The mangoes are now cut into pieces. The cut-pieces are dried for some time in the sun. Meanwhile some spices, salt, oil and chilli are mixed up. The sliced mangoes are now dressed with the mixture of spice. It is then spread on a big flat tray and kept in the sun for some days. Finally it is poured into jars for storage. Thus the preparation of pickle is complete within
PREPARATION OF TEA
Tea is a hot drink. The process of preparation of tea passes through the following stages. At first a certain quantity of cold water is taken in a kettle.Then the kettle is put on a burning stove. The water is allowed to boil until vapour comes out of the kettle. Now the required quantity of tea leaf is put in a tea pot.Next the the boiling water of the kettle is poured into the tea-pot. It is covered with a lid and left for 2 minutes. The liquor is then passed through a sieve and poured into cups. Then sugar and milk are added to the cups as required and the mixture is stirred well with a tea-spoon. Tea thus prepared is now ready to be served. It is sipped hot to enjoy it’s flavour and taste.
Oranges bought from market – sorted and rotten once removed – cleaned – peeled and put in juicer – juice extracted and collected in pot – sugar and preservatives added – poured in fresh bottles – bottles sealed
How Orange Juice is Prepared
Orange juice is a healthy drink. It can be prepared at home easily. At first oranges are bought from the market. Then they are sorted and rotten ones are removed. The sorted oranges are cleaned. Then those are put in a juicer after peeling. Juice is extracted from juicer and collected in a pot. After that sugar and preservatives are added. The juice is then poured in fresh bottles in the bottles are properly sealed to keep them unable for a long time. Now the juice is ready to be sold in the market.
Write a short paragraph about the preparation of tomato jelly.
August 12, 2022 by sksaber2014
Dear Students, welcome to the official website of Bornomala.In.In this post we have discussed the process writing of Tomato Jelly.
Read the flow chart below and write down how to making of Tomato Jelly within 100 words.
Outlines:- tomato bought from market >sorting and removing rotten once> cleaning >smashing >juice extracting> boiled for 30 minutes >sugar,cilli,adding> jelly prepared> cool and bottle
Answer:-
MAKING OF TOMATO JELLY
Tomato jelly is a tasty food. Tomatoes are bought from market. Then the good and fresh tomatoes are sorted out and the bad once are removed .The good tomatoes are cleaned .They are then smashed juice is extracted. The extract is next boiled for 30 minutes. Certain amount of sugar and chilli powder are added to the hot juice. The jelly is thus prepared.It is cooled and bottled for future use.