✍️মুঘল সাম্রাজ্য (১৫২৬-১৫৪০ &১৫৫৫-১৮৫৭)

✍️বাবর 1526 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যর প্রতিষ্ঠা করেন|
✍️বাবর ছিলেন তার বাবার দিক থেকে তৈমুর লঙের বংশধর ও তার মায়ের দিক থেকে ছিলেন চেঙ্গিস খাঁ এর বংশধর|
✍️বাবর ১৫২৬ খ্রিস্টাব্দে "পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন |
✍️১৫২৭ খ্রিস্টাব্দে "খানুয়ার যুদ্ধে "তিনি মেবারের রানাসংঘ কে পরাজিত করেন |
✍️১৫২৮খ্রিস্টাব্দে তিনি "চান্দেরির যুদ্ধে '" মেদিনী রায় কে পরাজিত করেন |
✍️১৫২৯ খ্রিস্টাব্দে তিনি "ঘর্ঘরার যুদ্ধে " মুহাম্মদ লোদিকে পরাজিত করেন
✍️১৫৩০ খ্রিস্টাব্দে তিনি দিল্লির আগ্রাতে মারা যান
✍️তিনিই প্রথম যুদ্ধে ভারতের মধ্যে বারুদ ও কামানের ব্যবহার করেছিলেন |
✍️বাবরের আত্মজীবনীর নাম "তুজুক -ই -বাবরি "
✍️বাবর তার আত্মজীবনী তুর্কি ভাষায় লেখেন |
✍️তার সমাধিক্ষেত্র রয়েছে কাবুলে 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন